পাঁচবিবিতে ধর্ষণ মামলার ৮ ঘণ্টার মধ্যেই ২ জন ধর্ষক গ্রেফতার
- আপডেট সময় : ০২:৪৯:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / ৪১৮ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পু্রহাটের পাঁচবিবিতে একটি ধর্ষণ মামলার ৮ ঘণ্টার মধ্যেই জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের একটি দল আজ ৭ আগস্ট সোমবার রাতে বগুড়া সদর উপজেলার বটতলী এলাকা থেকে ২জন ধর্ষককে গ্রেফতার করেছে। তারা হলো, নওগাঁ জেলার বদলগাছি উপজেলার দূর্গাপুর গ্রামের জহিরুল ইসলামের পুত্র হাসনাইন হোসেন তমাল(২০) ও পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের পাষ্ণাবের পুত্র বায়েজিদ হোসেন(২৩)। র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানি অধিনায়ক সিনিয়র সরকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান,গত ২ আগস্ট বিকালে হাসনাইন হোসেন তমাল দেখা করার কথা বলে দিনাজপুরের হিলি থেকে ভিকটিমকে পাঁচবিবি পৌর পার্কে নিয়ে আসে। ভিকটিম পার্কে আসলে তমাল সন্ধ্যায় বায়জিদসহ কয়েকজন সহযোগীকে নিয়ে উপজেলার নওদা পাড়া গ্রামে একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে ভিকটিমকে তমাল জোরপূর্বক ধর্ষণ করে এবং ভিকটিম অজ্ঞান হয়ে যায়। সকালে ভিকটিমের জ্ঞান ফিরলে আসামীরা তাকে বাসে উঠিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়। ভিকটিম বাড়িতে গিয়ে পরিবারকে জানালেন পরিবার ৬ আগষ্ট বিকালে পাঁচবিবি থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে। মামলা হওয়ার পর র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের ধরতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জানতে পারে,আসামীরা বগুড়া চলে গেছে । পরে র্যাব -১২, বগুড়া ক্যাম্পের সহযোগিতায় তাদের ২ জনকে বগুড়ার বটতলী এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ব্যাপারে আসামীদেরকে পাঁচবিবি থানায় জিডি মূলে সোপর্দ করা হয়েছে।