পাঁচবিবিতে নির্বাচন সুষ্ঠ করতে মাঠে সেনা, পুলিশ-বিজিবি টহল
- আপডেট সময় : ১১:৪৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ৩৪৭ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
আগামী ৭’জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ শান্তিপূর্ন ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষে জয়পুরহাটে সেনাবাহিনী, পুলিশ, বিজিবির পাশাপাশি আনসার সদস্য মাঠে কাজ করছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দানেজপুর এলাকায় নির্বাহী ম্যাজিট্রেট পাঁচবিবি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মারুফ আফজাল রাজন, থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়সাল বিন আহসান ও পুলিশ-বিজিবি সদস্যদের দেখা যায়। জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের ২ প্লাটুন বিজিবি সদস্য নায়েব সুবেদার শাজাহান সরকারের নেতৃত্বে পাঁচবিবি উপজেলার সর্বত্র সকাল থেকে গভীর রাত পর্যন্ত টহল দিচ্ছেন। একই সঙ্গে থানার ওসির নির্দেশে থানার সকল পুলিশ সদস্যরা সমস্ত উপজেলায় টহল দিচ্ছেন পালাক্রমে আইন- শৃংখোলাবাহিনীর এসব সদস্যরা সহকারী কমিশনার (ভুমি) মারুফ আফজাল রাজনের নির্বাহী ম্যাজিট্রেটের নেতৃত্বে পরিচালিত হচ্ছে।
আগামী ৭ জানুয়ারী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জাতীয় সংসদ নির্বাচনে দ্বায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিট্রেট মারুফ আফজাল রাজন বলেন, নির্বাচন অবাদ ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষে সরকারি নির্দেশে মাঠে কাজ অব্যাহত রয়েছে।