ঢাকা ০৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

পাঁচবিবিতে নৌকায় ভোট চাইলেন এমপি দুদু

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
  • / ৩৬৩ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

আগামী ২০২৪ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন আমরা তার পক্ষেই নৌকায় ভোট চাইবো। কোন প্রার্থীর বিপক্ষে কোন কথা বলবো না। কোনো গীবত গাইবো না। পাঁচবিবিতে আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের এ কথাগুলোই বললেন প্রধান অতিথি জয়পু্রহাট-১আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট সামছুল আলম দুদু এমপি। আজ ১৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগ পাঁচবিবি উপজেলার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা-২০২৩ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঢাকাইয়াপট্টি মহল্লার এমপি দুদুর বাসভবনে অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক মন্ডল। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলেন তা বাস্তবায়ন করেন। ১৯৭৫ সালের পর থেকে বিএনপি,জাতীয়পার্টিসহ যত সরকার এসেছে,যে উন্নয়ন করেছে, তা আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কাছে ভেসে যাবে। আপনার এলাকার সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নের কথাগুলো তুলে ধরতে হবে। দলীয় তৃণমূল পর্যায় নেতাকর্মীদের এ কথাগুলোই বোঝালেন এবং দলের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি নিলেন। দল আমাকে মনোনয়ন দিক বা না দিক এটাই আমার শেষ নির্বাচন বললেন প্রধান অতিথি।
আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট সদর পৌর আওয়ামীলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান হিমু, পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক মন্ডল ও পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে আব্দুল হক শেখ প্রমুখ। এ কর্মী সমাবেশে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ২ হাজারের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাঁচবিবিতে নৌকায় ভোট চাইলেন এমপি দুদু

আপডেট সময় : ০৪:৪৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

আগামী ২০২৪ সালে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন আমরা তার পক্ষেই নৌকায় ভোট চাইবো। কোন প্রার্থীর বিপক্ষে কোন কথা বলবো না। কোনো গীবত গাইবো না। পাঁচবিবিতে আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের এ কথাগুলোই বললেন প্রধান অতিথি জয়পু্রহাট-১আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট সামছুল আলম দুদু এমপি। আজ ১৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগ পাঁচবিবি উপজেলার তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা-২০২৩ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঢাকাইয়াপট্টি মহল্লার এমপি দুদুর বাসভবনে অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দিক মন্ডল। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথা বলেন তা বাস্তবায়ন করেন। ১৯৭৫ সালের পর থেকে বিএনপি,জাতীয়পার্টিসহ যত সরকার এসেছে,যে উন্নয়ন করেছে, তা আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কাছে ভেসে যাবে। আপনার এলাকার সাধারণ মানুষের কাছে সরকারের উন্নয়নের কথাগুলো তুলে ধরতে হবে। দলীয় তৃণমূল পর্যায় নেতাকর্মীদের এ কথাগুলোই বোঝালেন এবং দলের পক্ষে কাজ করার প্রতিশ্রুতি নিলেন। দল আমাকে মনোনয়ন দিক বা না দিক এটাই আমার শেষ নির্বাচন বললেন প্রধান অতিথি।
আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট সদর পৌর আওয়ামীলীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান হিমু, পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক মন্ডল ও পৌর আওয়ামীলীগের সভাপতি এস কে আব্দুল হক শেখ প্রমুখ। এ কর্মী সমাবেশে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় ২ হাজারের অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।