পাঁচবিবিতে ন্যাশনাল ব্যাংক উপশাখার শুভ উদ্বোধন

- আপডেট সময় : ০৪:৫৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- / ৩২১ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
ন্যাশনাল ব্যাংক লিমিটেড পাঁচবিবি উপশাখার শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ বৃহস্পতিবার দুপুরে বালিঘাটা বহুমুখী সমবায় সমিতি লিঃ মার্কেটের দ্বিতল ভবনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংক পাঁচবিবি উপ শাখার প্রধান ম্যানেজার সুজন আহমেদ। জেলা ন্যাশনাল ব্যাংক লিমিটেডের এক্সিকিউটিভ অফিসার মোঃ আরাফাত রহমান পরাগের সঞ্চালনায় ফিতা কেটে ব্যাংকের শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন,ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ইভিপি ও রাজশাহী অঞ্চল প্রধান মোঃ রাজুনুর রশিদ। বিশেষ অতিথি, জয়পুরহাট পৌরসভার সাবেক মেয়র আব্দুল আজিজ মোল্লা,উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জয়পুরহাট চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম মন্ডল, বণিক সমিতির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা ও বালিঘাটা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবুল হাসনাত মন্ডল হেলাল প্রমূখ। শেষে আমন্ত্রিত অতিথিদের মাঝে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।