পাঁচবিবিতে পল্লী বিদ্যুৎ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে চেয়ার মার্কার প্রার্থীর গণসংযোগ

- আপডেট সময় : ০৭:৩৪:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ৩১৩ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে পল্লী বিদ্যুৎ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে চেয়ার মার্কার প্রার্থী মোঃ আব্দুর রশিদ ফকির মাস্টারের গণসংযোগ।
জানা যায়,আগামী ২রা ডিসেম্বর জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারে পাঁচবিবি পৌরসভা, বালিঘাটা, বাগজানা, ধরঞ্জী ও আয়মারসুলপুর ইউনিয়ন সমন্বয়ে গঠিত ৫ নং এলাকার পরিচালক পদে নির্বাচনে দাঁড়িয়েছেন বি.এম.আই কারিগরি কলেজের শিক্ষক মালঞ্চা ফকিরপাড়া গ্রামের মোঃ রমজান আলী ফকিরের সুযোগ্য পুত্র মোঃ আব্দুর রশিদ ফকির (মাস্টার)। ভোটার সংখ্যা প্রায় ২৯ হাজার।
আজ রবিবার বিকেলে পৌর বাজার এলাকায় বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগকালে মোঃ আব্দুর রশিদ ফকির (মাস্টার) এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন,আমি পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে দাঁড়িয়েছি।আমার মার্কা চেয়ার। আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং আপনাদের সেবা করার সুযোগ দিবেন।