পাঁচবিবিতে প্রধানমন্ত্রীর গৃহদান উদ্বোধন বিষয়ে নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং

- আপডেট সময় : ০৬:১৫:১০ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩
- / ৩৫৬ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে (দ্বিতীয় ধাপ) জমি সহ গৃহদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রেস ব্রিফিং আজ ৭ আগস্ট সোমবার বিকেলে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। লিখিত বক্তব্য তিনি বলেন, আগামী ৯ আগস্ট সারাদেশে একযোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, এ চতুর্থ ধাপে পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের কলন্দপুর গ্রামে ২০টি ও বাগজানা ইউনিয়নের খোর্দুমহশুল গ্রামে ৫০টি মোট ৭০টি জমি সহ গৃহ অত্র উপজেলার ভূমিহীন অসহায় পরিবারের মাঝে প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি আগামী ৯ আগস্ট সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ৯ টার মধ্যে প্রচারিত হবে। আমরা সবাই অনুষ্ঠানটি দেখবো। সেই সাথে অত্র উপজেলার কার্যক্রম বাস্তবায়ন করবো।