পাঁচবিবিতে প্রধানমন্ত্রীর ঘর পেলো ৭০টি ভূমিহীন- গৃহহীন পরিবার

- আপডেট সময় : ০১:৩৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩
- / ৩৫৩ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সারদেশে ২২ হাজার ১০১টি ভূমিহীন-গৃহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে (দ্বিতীয় ধাপ) জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ ৯ আগস্ট বুধবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে (বিটিভি)গণভবন থেকে সরাসরি সম্প্রচারিত সারাদেশে একযোগে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,,জয়পু্রহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট সামছুল আলম আলম দুদু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হকসহ সমগ্র উপজেলার চেয়ারম্যান, মেম্বার,জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিসহ বিভিন্ন স্তরের দুই শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ চতুর্থ ধাপে পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের কলন্দপুর গ্রামে ২০টি ও বাগজানা ইউনিয়নের খোর্দুমহশুল গ্রামে ৫০টি মোট ৭০টি জমি সহ গৃহ অত্র উপজেলার ভূমিহীন অসহায় পরিবারের মাঝে মালিকানার দলিল হস্তান্তর করেন প্রধান ও বিশেষ অতিথি বৃন্দ।
উল্লেখ্য,সারাদেশে ৪১ লক্ষ ৪৮ হাজার ভূমিহীন-গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।