পাঁচবিবিতে বণিক সমিতির ৫ম সাধারণ সভায় আহবায়ক কমিটি ঘোষনা একাংশের আপত্তি
- আপডেট সময় : ০১:০৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩৪০ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
পাঁচবিবিতে বণিক সমিতির ৫ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আগামী ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা করার জন্য ১১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। শনিবার সকালে পাঁচবিবি পৌর কমিউনিটি সেন্টারে সমিতির সভাপতি ভরত প্রসাদ গোয়ালার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা আঃ লীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন, সহ-সভাপতিদ্বয় তাইজুল ইসলাম ও শফিকুল আলম কলমসহ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির যুগ্ম সাধারন সম্পাদক জীবন কৃষ্ণ সরকার। শেষে সিদ্দিকুল আলম চৌধুরীকে আহবায়ক করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষনা করেন পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব। কমিটি ঘোষনার পর সমিতির নির্বাচনমুখী একটি পক্ষের সদস্যরা আপত্তি জানান।
আপত্তি জানিয়ে তারা বলেন, এই কমিটিতে তাদের কোন মতামত নেওয়া হয়নি। সমিতির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা জানান, তাদেরকে মতামত জানাতে বললে তারা নিয়মমাফিক মতামত পেশ করতে পারেননি। গঠনতন্ত্র অনুযায়ী সবকিছু হয়েছে।