পাঁচবিবিতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

- আপডেট সময় : ০৭:২৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৬০ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী আজ রবিবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম। প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগের বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, পাঁচবিবি পৌর বিএনপির আহবায়ক অধ্যক্ষ (অবঃ) আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর মুঞ্জুরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট। আরো বক্তব্য রাখেন, থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি ও আবু তাহের এবং উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল মাহমুদ আপেল প্রমুখ।পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশরত্ন তারেক রহমানের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা, উপজেলা পৌর ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের এক হাজারের অধিক নেতাকর্মী, সমর্থক উপস্থিত ছিলেন । সভার পূর্বে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।