পাঁচবিবিতে বিদেশি পিস্তল ও গুলিসহ ২জন গ্রেফতার

- আপডেট সময় : ০৯:৫৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ৩৬৭ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ২ যুবক গ্রেপ্তার হয়েছে ।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়,পাঁচবিবিতে ২জন ব্যক্তি অস্ত্র কেনাবেচার জন্য অবস্থান করছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে গত ২২ জুলাই শনিবার বিকালে জয়পুরহাট জেলার পুলিশ সুপার মোঃ নূরে আলমের নির্দেশনায় জেলা ডিবির অফিসার ইনচার্জ শাহেদ আল মামুনের নেতৃত্বে এস,আই(নিঃ) মোঃ মিজানুর রহমান, এস,আই(নিঃ) মোঃ সাগর সরকার ও সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে পাঁচবিবি পৌরসভার পশ্চিম বালিঘাটা (টি এ্যান্ড টি পাড়া) গ্রামে অভিযান চালিয়ে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ ২জন যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে। তারা হলো, দিনাজপুরের হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর স্টেশন পাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র মোঃ সুজন হোসেন (৩৫) ও একই গ্রামের মৃত আব্দুল হকের পুত্র (বর্তমান ঠিকানা-বালিঘাটা টি,এন্ড,টি পাড়া পাঁচবিবি) জয়নাল আবেদিন লিটন (৩২)।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।