পাঁচবিবিতে বিশ্বনবীর জন্মদিনে এতিমদের নিজ হাতে খাওয়ালেন এমপি দুদুু

- আপডেট সময় : ১১:৪৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৩২৭ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
কোরআন পাঠ, দোয়া, মিলাদ মাহফিল ও এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশনের মধ্য দিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোলান রশিদপুর বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্মদিন উপলক্ষে (১২ রবিউল আউয়াল) ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়।
গত বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট সামছুল আলম দুদু এমপির নামে প্রতিষ্ঠিত ও পরিচালিত সামছুল আলম দুদু হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা,একই সঙ্গে পাঁচবিবির নাকুড়গাছির ঐতিহ্যবাহী বুড়াবুড়ীর মাজার দারুসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং কলন্দপুর মাজার শরীফে কোরআন পাঠ, দোয়া, মিলাদ মাহফিল ও এতিম শিশু এবং মাজারে আগত মুসল্লিদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। নবী সাহেবের জন্মদিন উপলক্ষে প্রতিষ্ঠানগুলোতে আয়োজনে নিজস্ব তহবিল থেকে যাবতীয় খরচ বহন করেন মাননীয় সংসদ সদস্য এমপি সামছুল আলম দুদু। এসব প্রতিষ্ঠানগুলোতে প্রতিটি এতিম ছাত্র-ছাত্রীদের প্লেটে এমপি দুদু নিজ হাতে ভাত মাংস ও ডাল তুলে দেন এবং এতিমখানার মেঝেতে বসে এতিম শিশুদের সঙ্গে একই খাবার খান এই মানবিক এমপি। এ সময় সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন,পাঁচবিবির নাকরগাছি বুড়াবুড়ীর মাজার কমিটির সহ-সভাপতি ও কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু, সাধারন সম্পাদক তোয়াবুর রহমান ও শিক্ষক নূর নবী সহ প্রমুখ।
প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ সালের দিকে আরব দেশের মক্কা শহরে তৎকালিন পথভ্রষ্ট মুসলিম জাতিকে আল্লাহ্র রাস্তায় ফিরে আনতে আল্লাহ্র হুকুমে তাঁর প্রিয় বান্দা বিশ্বনবী হযরত মোহাম্মদের (সাঃ) পৃথিবীতে আবির্ভাব হয়েছিল। বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিল। দিনটি মুসলিম উম্মাহর নিকট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) নামে পরিচিত বা ১২ রবিউল আউয়াল।