পাঁচবিবিতে বি এম আই কলেজে নবীন বরন ও বিদায় অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:২৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
- / ৩২৭ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট); প্রতিনিধি:
যেতে নাহি দিবো হায়, তবু যেতে দিতে হয়, কবীর এ ভাষাকে বুকে ধারণ করে পাঁচবিবি বি এম আই কলেজে -২০২৪ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন বৃহস্পতিবার দুপুরে নাকুরগাছি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এন্ড কলেজ পরিচালনা কমিটির আয়োজনে কলেজ প্রাঙ্গণে এক বিদায় বরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। প্রভাষক রবিউল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেকন নাহার শিখা। স্বাগত বক্তব্য রাখেন, বি এম আই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা:সেলিনা আক্তার। শুরুতে মানপত্র পাঠ করেন একাদশ শ্রেণির ছাত্রী খাতিজা খাতুন। বিদায়ী ভাষণ পাঠ করেন বিদায়ী পরীক্ষার্থী মেহেদী হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মেহের নিগার শিউলি,
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান রেবেকা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু প্রমুখ।
বিএমআই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিনা আক্তার জানান,এবারে ২০২৪ সালে এ কলেজ থেকে ৪৪৩ এইচ,এস,সি পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং নবীন একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে ৪৫০ জন ছাত্র-ছাত্রী। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
শেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ।