পাঁচবিবিতে মান-সম্মান ক্ষুন্ন করার প্রতিবাদে ইউপি সদস্যার সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৪:৪২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩
- / ৩৭৮ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের জীবনপুর গ্রামের আশ্রয়ন প্রকল্পে প্রধানমন্ত্রীর দেয়া ঘর থেকে ভূমিহীনকে জোর করে বের করে দিয়ে নগদ টাকাসহ জিনিসপত্র নিয়ে যাওয়ার যে অভিযোগ উঠেছে তা মিথ্যা আখ্যায়িত করে এবং এ সংক্রান্ত সোশ্যাল মিডিয়ায় সংবাদ প্রকাশ করে মান সম্মান ক্ষুন্ন করার প্রতিবাদে আজ ২৯ অক্টোবর রবিবার দুপুরে জীবনপুর গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন ১ নং বাগজানা ইউনিয়নের ৭ ৮ ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্যা পারভীন আক্তার। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ভূমিহীন ও গৃহহীন হিসেবে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ২০২১ সালে ঘর বরাদ্দ পায় ববিতা খাতুনের স্বামী ফারুক হোসেন কিন্তু তিনি ঘরে থাকেন না। দীর্ঘদিন ঘর থালা বদ্ধ থাকার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তা তদন্ত করে দেখেন যে ওই ঘরে কেউ বসবাস করেন না। এজন্য সরকারের পক্ষ থেকে ঘরটি ওই নামে বরাদ্দ বাতিল করে নতুন করে মোঃ আমিন হোসেনকে বরাদ্দ দেয়। বরাদ্দের কাগজপত্র নিয়ে ঘরটি বুঝে নিতে গেলে গত ২৭ অক্টোবর সকালে এ নিয়ে দু পক্ষের মধ্যে হট্টগোল বাঁধে। এ সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি অপোষ-মীমাংসার চেষ্টা করি। অথচ আমাকে দোষারোপ করে ফেসবুকে সংবাদ প্রকাশ করায় সমাজে আমার মান সম্মান ক্ষুন্ন হয়েছে। আমি এই মিথ্যা সংবাদ প্রচারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।