পাঁচবিবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি গঠন

- আপডেট সময় : ০৭:৪১:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৬৭ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও আলোচনা সভা আজ শনিবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক রবিউল আলম লিটন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জয়পুরহাট মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি খন্দকার সাজ্জাদ আহমেদ ময়না।
বিশেষ অতিথি পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ-সভাপতি ও ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, সম্পাদক মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি শফিউল ইসলাম বিপ্লব, আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি শহিদুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, জেলা কমিটির সহ-সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুন প্রমুখ।
শেষে সর্ব সম্মতিক্রমে রবিউল আলম লিটন সভাপতি ও মোঃ অহিদুল ইসলামকে সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট একটি উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।