পাঁচবিবিতে রাস্তায় খোঁড়া গর্তে পড়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের আহত-১
- আপডেট সময় : ০৮:৫২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
- / ৩৫৯ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে ঠিকাদার ও উপজেলা নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব অবহেলার কারণে রাস্তায় খোড়া গর্তে পড়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের। আহত হয়েছেন আরো একজন প্রধান শিক্ষক। এই দুর্ঘটনাটি ঘটেছে পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের জাতাইর গ্রামের দরগা বাজার- কামদিয়া সড়কে।
আজ বৃহস্পতিবার ভোরে আটাপুর ইউনিয়নের উচাই জেরকা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফির উদ্দিন আকন্দ এবং অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য উচাই কৈমারী গ্রামের জাহের আলীর ছেলে জোবাইদুল ইসলাম মোটরসাইকেল যোগে পুকুরের মাছ বিক্রি করার জন্য গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আওলাই ইউনিয়নের জাতাইর গ্রামের সড়কে ছোট কালভার্ট নির্মাণের জন্য রাস্তায় খোঁড়া গর্তে পড়ে গঠনস্থলেই মোটরসাইকেল চালক জোবাইদুল নিহত হন এবং আহত হন পিছনে বসে থাকা উচাই জেরকা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফির উদ্দিন আকন্দ। গ্রামবাসীরা জানায়,কালভার্ট নির্মাণের জন্য ঐ রাস্তার কাজের ঠিকাদার গত ১৫ দিন আগে রাস্তাটি খুরে রেখে দেয়।সেখানে কোন বাশ বা চিহ্ন না থাকার কারণে মোটরসাইকেল চালক সরাসরি গর্তের মধ্যে পড়ে যান। ফজরের নামাজের পর ওই রাস্তা দিয়ে কিছু লোকজন যাওয়ার সময় দেখতে পান মোটরসাইকেল সহ দুজন লোক গর্তের মধ্যে পড়ে আছে।তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক জোবাইদুল কে মৃত ঘোষণা করেন।
সরজমিনে গিয়ে গ্রামবাসীরা আরো জানান,গত ১৫ দিন আগে ঠিকাদার এলাকার কিছু লেবারকে সাড়ে ৫ হাজার টাকায় চুক্তি দিয়ে রাস্তাটি খোরার দায়িত্ব দিয়ে চলে যান। গত ১৫ দিন হয়ে গত হয়ে গেল ওখানে আর কোন প্রকারের কাজ করা হয়নি।তবে পাঁচবিবি প্রকৌশলীর অফিসের দুলু নামে একজন ঘটনাস্থলে ছিলেন।এ ব্যাপারে পাঁচবিবি উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম জানান,ওই রাস্তার কাজ শুরু হয়েছে এ খবর আমি কিছুই জানিনা।
এ বিষয়ে আওলাই ইউপি চেয়ারম্যান একরামুল হক তৌহীদ চৌধুরীর জানান, এ বিষয়ে আমি কিছুই জানিনা।
অপরদিকে ঠিকাদারের সাথে ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফোনটি বন্ধ পাওয়া যায়।