পাঁচবিবিতে র্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ৪জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

- আপডেট সময় : ০৭:১৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ৪৫৬ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে র্যাবের অভিযানে ২৯ বোতল ফেন্সিডিলসহ ৪জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
সিপিসি-৩, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল আজ বৃহস্পতিবার (১৮ই মে) সকাল ১০টায় জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পূর্ব কড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২৯ বোতল ফেন্সিডিল, ৬টি মোবাইল, ৬টি সিম কার্ড ও ৪টি মেমোরি কার্ডসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পূর্ব কয়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র মোঃ রুবেল ইসলাম (২৯), ছেলোবেলো গ্রামের আনিছুর মন্ডলের পুত্র মোঃ সুমন হোসেন (২৮), জয়পুরহাট জেলা সদর থানার বড়তাজপুর গ্রামের মোঃ সেরাজুল ইসলামের পুত্র মোঃ সাজ্জাদ হোসেন (২৮) ও একই গ্রামের আব্দুল মতিনের পুত্র মোঃ সাজেদুর রহমান ওরফে সাজু (২৫)।
র্যাবের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত আসামীগণ দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় ফেন্সিডিল অবৈধভাবে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ব্যাপারে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।