পাঁচবিবিতে শিক্ষা উপকরণ মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:৫২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ৩৪৯ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয় মাঠে নতুন কারিকুলামের দিনব্যাপী শিক্ষা উপকরণ বিষয়ক মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার দুপুরে পিয়ারা ছাতিনালী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির আয়োজনে মেলায় ক্ষুদে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন উপকরণের সমন্বয়ে একাধিক স্টল বসে। অনুষ্ঠানে আগত অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ভুয়সী প্রসংশা করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু কালাম মন্ডলের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক চৌধুরী তাওহীদ, প্রধান শিক্ষক আফরোজা খানম চৌধুরী প্রমুখ। আরো উপস্থিত ছিলেন, অভিভাবক ও শিক্ষক/শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ।