পাঁচবিবিতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০২:১৩:২১ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ৪১০ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্যপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা আজ শনিবার বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মারুফ আফজাল রাজন, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, প্যানেল মেয়র নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন ও থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হাবিবুর রহমান প্রমুখ।সভার পূর্বে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, আওয়ামীলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।