পাঁচবিবিতে শেষ মুহূর্তে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রেবেকা সুলতানার গণসংযোগ
- আপডেট সময় : ০৯:৩৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ৩২৮ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:
আগামী ২১ শে মে পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচন । আর মাত্র ৩ দিন বাকি। শেষ মুহূর্তে জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা ছুটে চলেছেন শহর থেকে গ্রামে-গঞ্জে পাড়া-মহল্লায় বাড়ি বাড়ি। শেখ হাসিনার স্মার্ট উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে গণ মানুষের সেবা করার লক্ষ্যে ফুটবল মার্কায় ভোট চাইলেন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পাঁচবিবি পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোছাঃ রেবেকা সুলতানা। আজ ১৮ই মে রোজ শনিবার বিকেলে পাঁচবিবি উপজেলার রাধাবাড়ী ও রাধানগর গ্রামের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের কাছে চাইলেন দোয়া আশীর্বাদ ও তার ফুটবল মার্কায় একটি করে ভোট।
জানা যায়, তিনি বর্তমানে উপজেলার বালিঘাটা (খাসবাগুড়ী) টিএনটি পাড়া গ্রামের বাসিন্দা জয়পুরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনদরদী নেতা মীর রেজাউল করিমের সহধর্মিনী। এছাড়াও তিনি জয়পুরহাট জেলা পরিষদের সাবেক সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ রেবেকা সুলতানা বলেন, শেখ হাসিনার স্মার্ট উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে গণমানুষের খাদেম হয়ে সেবা করে যেতে চাই। আগামী ২১মে নির্বাচনে ফুটবল মার্কায় একটি করে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন এবং আপনাদের খেদমত করার সুযোগ দিন।