পাঁচবিবিতে সুবিধাভূগীদের নিয়ে এমপি দুদুর মত বিনিময় সভা

- আপডেট সময় : ০৬:২৮:৩২ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
- / ৩১৩ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
আজ ২৮ অক্টোবর শনিবার দুপুরে বাগজানা ইউনিয়নের সুবিধাভূগিদের সাথে মত-বিনিময় সভা-২০২৩ বাগজানা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। বাগজানা ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু (এমপি)।বর্তমান সরকার জনস্বার্থে যে সুবিধাগুলি দেয়া হয়েছে তা উপকার ভুগিদের মুখে সরকারের প্রশংসা শুনে খুশি হন এবং আবারও নির্বাচিত হতে পারলে উন্নয়ন সেবা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান অতিথি।আরো বিশেষ অতিথি ছিলেন ,পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা ও সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ। সভায় অত্র ইউনিয়নের প্রায় ৫ হাজারের অধিক সুবিধাভোগী সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।