পাঁচবিবিতে সুবিধাভোগীদের নিয়ে এমপি দুদুর মতবিনিময় সভা

- আপডেট সময় : ১১:০১:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ৩১৯ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
ইউনিয়ন পর্যায়ে বর্তমান সরকারের সামাজিক সুরক্ষার আওতায় সুবিধাভোগীদের নিয়ে এক মত-বিনিময় সভা আজ সোমবার বিকেলে জয়পু্রহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগ ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিনধারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান এস এম রবিউল আলম পিন্টু। মোহাম্মদপুর ইউনিয়ন আ-লীগের সদস্য দিলীপ কুমার মালির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট-১আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট সামছুল আলম দুদু। তিনি বলেন, যে সরকার আপনারদের ভাতা বৃদ্ধি করেছে,স্কুল,কলেজ মাদ্রাসা, বিদ্যুৎ,রাস্তাঘাটের উন্নয়ন করেছে তা এর আগে কোন সরকারি করেনি। জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। এটিই হবে আমার শেষ নির্বাচন। জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে আবারো মনোনয়ন দেয়, আমি যদি আবারও এমপি হতে পারি,আমি আপনাদের কথা দিচ্ছি,আপনার বাড়ির সামনের রাস্তাঘাট আর কাঁচা থাকবে না,পাকা রাস্তায় পা দেবেন ইনশাল্লাহ। আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার ভূমি মারুফ আফজাল রাজন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহির উদ্দিন মন্ডল ও পৌর আ-লীগের সভাপতি এস কে আব্দুল হক শেখ প্রমূখ। এ মতবিনিময় সভায় অত্র ইউনিয়নের ৬২৭৫ জন সুবিধাভোগীসহ প্রায় ১০ হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে এমপি দুদুর নিজস্ব তহবিল হতে সুবিধা ভোগিসহ উপস্থিত জনসাধারণের মাঝে নিজ হাতে খাবারের প্যাকেট বিতরণ করেন প্রধান অতিথি।