পাঁচবিবিতে হাট-বাজারের গোপন ইজারা বাতিলের দাবীতে নাগরিক কমিটির প্রতিবাদ সভা
- আপডেট সময় : ১১:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪
- / ৩৪১ বার পড়া হয়েছে
পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী হাট-বাজার ইজারা প্রদানে স্থানীয় পত্রিকায় প্রচার,নোটিশ না টাঙ্গানো,ঢোল শহরত ও মাইকিং না করে অতি গোপনে ইজারা প্রদান করায় তা বাতিলের দাবিতে পাঁচবিবি নাগরিক কমিটির উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার বিকেলে তিনমাথা চত্বরে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির আহবায়ক দেওযান সিরাজুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সভাপতি এসকে আব্দুল হক,উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক কল্যান ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর খালেকুল ইসলাম বকুল,নাগরিক কমিটির সদস্য সুভাষ চন্দ্র, রেজাউল আকন্দ, রফিক মিয়া, শাহনেওয়াজ চৌধুরী সহ আরো অনেকে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন,সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে পাঁচবিবির ঐতিহ্যবাহী হাট বাজারের গোপন ইজারা বাতিল করে নতুন ইজারা প্রদানের দাবী জানান। না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচী গ্রহন করা হবে।