পাঁচবিবিতে ১০ম দফা অবরোধের ১ম দিনে বিএনপি’র প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ১১:০১:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
- / ৩৬২ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পু্রহাটের পাঁচবিবিতে অবৈধ সরকারের পদত্যাগ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশব্যাপী বিএনপির ডাকা ১০ম দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে বিএনপির প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ ৬ ডিসেম্বর বুধবার সকালে বিএনপির ডাকা ১০ম দফা অবরোধ কর্মসূচির প্রথম দিনে পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগ এক প্রতিবাদ সভা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম। বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী,পৌর বিএনপি আহবায়ক আবুল হাসনাত মন্ডল হেলাল, যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন প্রমুখ। শেষে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিয়ে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিমতলী বাজারে গিয়ে শেষ হয়।উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম বলেন, অবৈধ সরকারের পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন,বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুলসহ সকল বিএনপি নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আমাদের এই কর্মসূচি পালন করা হচ্ছে। যতদিন এই দাবি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।