পাঁচবিবিতে ২০০ পিস ব্রুফেনরফিন ইনজেকশনসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

- আপডেট সময় : ০৫:১৯:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ৩৬১ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
সিপিসি-৩, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি চৌকস দল গত ২৯ জুলাই রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার নাকুরগাছি এলাকায় অভিযান চালিয়ে মোঃ আইবুর রহমান (৪২), পিতা-মোঃ নাজিম উদ্দিন আকন্দ, সাং-চকমুক্তার, থানা ও জেলা-নওগাঁকে ২০০ পিচ ব্রুফেনরফিন নেশার ইনজেকশনসহ হাতেনাতে গ্রেফতার করে। এছাড়াও তার নিকট থেকে ১টি মোটরসাইকেল,নগদ টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। র্যাবের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় ব্রুফেনরফিন ইনজেকশন অবৈধভাবে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পাঁচবিবি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।