পাঁচবিবিতে ৩৫০জন গরিব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৫:২৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
- / ৩৪৯ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে বালিঘাটা ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে ৩৫০জন গরিব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১২টায় বালিঘাটা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব।এতে
প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল শহীদ মন্ডল মুন্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব,বালিঘাটা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাজু আহমেদ, বালিঘাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভানেত্রী কহিনুর বেগম ও বালিঘাটা ইউপি চেয়ারম্যানের সহধর্মিনী শিউলি চৌধুরীসহ আরো অনেকে। শেষে অত্র ইউনিয়নের ৩৫০ জন গরিব অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথি।
বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব বলেন,এই তীব্র শীতে মানুষের দুর্দশার কথা চিন্তা করে প্রতিবছরের ন্যায় আমার ব্যক্তিগত উদ্যোগ থেকে এবারেও দুই দফায় আমার ইউনিয়নের প্রায় ৭৫০ জন গরিব অসহায় মানুষকে কম্বল বিতরণ করেছি। পর্যায়ক্রমে আরো বিতরণ করা হবে।