পাঁচবিবিতে ৩ দিনব্যাপী নাট্য উৎসব উদ্বোধন

- আপডেট সময় : ১১:৩০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / ৩২৯ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
বর্তমান প্রজন্মকে নাটক তথা সাংস্কৃতিক চর্চায় উদবুদ্ধ করতে বাংলাদেশ গ্রাম থিয়েটারের ৪০ বছর ও পাঁচবিবি থিয়েটারের ১যুগ পূর্তি উপলক্ষে ভারত ও বাংলাদেশ দুই বাংলার নাট্যদল নিয়ে ৩ দিনব্যাপী নাট্য উৎসব -২০২৩ আজ বুধবার সন্ধ্যায় বারোয়ারী মন্দির চত্বরে অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি থিয়েটারের আয়োজনে স্মারক সম্মাননা প্রদান,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন,পাঁচবিবি থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব।উদ্বোধন করেন,বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।
প্রধান অতিথি ছিলেন,জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বিশেষ অতিথি ছিলেন, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক,উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মারুফ আফজাল রাজন,সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল হক বাবুল ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যজন তৌফিক হাসান ময়না প্রমূখ। উল্লেখ্য, ২৪, ২৫ ও ২৬ শে মে বর্ণাঢ্য আয়োজনে এই নাট্য উৎসব অনুষ্ঠিত হবে।