পাঁচবিবিতে ৪ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:২৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- / ৩৯৬ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫,রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে র্যাবের একটি চৌকস অপারেশনাল দল ২৭ জুলাই রাতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতরা হলো,১। মোঃ ছামিরুল ইসলাম (২৪), পিতা-মোঃ আব্দুল মাজেদ এবং পলাতক আসামী ২। মোঃ জীবন মিয়া (২৩) পিতা-মোঃ রমজান আলী, উভয়ের সাং-মাথখুর, থানা-পাঁচবিবি, জেলা- জয়পুরহাট।জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ ছামিরুল ইসলাম কে প্রাথমিকজিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে এবং তার সহযোগী পলাতক আসামী মোঃ জীবন মিয়াসহ দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য ইয়াবা জয়পুরহাট জেলার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল।
এ ব্যাপারে ধৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ি একটি মামলা রুজু করা হয়েছে।