পাঁচবিবিতে ৬ হাজার শীতার্ত গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করল পৌরসভা
- আপডেট সময় : ০২:১৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
- / ৩৪৭ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা ও উপজেলার ৮টি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে আজ রবিবার দুপুরে পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৬ হাজার শীতার্ত গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল শহীদ মন্ডল মুন্না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক,প্যানেল মেয়র মোঃ নূর হোসেন,মোশাইদ আল আমিন সাদ, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব ও মহিলা কাউন্সিলর শীতল প্রমূখ। শেষে অত্র পৌরসভাসহ উপজেলার ৮টি ইউনিয়নের ৬ হাজার গরিব দুঃখী অসহায় মানুষকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।