পাঁচবিবিতে ৭৫ কোটি ৮১ লক্ষ ৩২ হাজার ৫০০ টাকার বাজেট ঘোষণা

- আপডেট সময় : ০৬:২৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ৩৮৫ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা কর্তৃক আয়োজিত ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা সভা আজ ২৬ জুন সোমবার বিকেলে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করেন পাঁচবিবি পৌরসভা মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
এবারে সর্বমোট বাজেট ধরা হয়েছে ৭৫ কোটি ৮১ লক্ষ ৩২ হাজার ৫০০ টাকা। রাজস্ব বাজেট ১০ কোটি ৫১ লক্ষ ৩২ হাজার ৫০০ টাকা ।এরমধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ৫১ লক্ষ ৬৫ হাজার টাকা আর রাজস্ব ব্যয় ৯ কোটি ৫৪ লক্ষ ৭৪ হাজার টাকা। এ বাজেট অধিবেশনে আরো উপস্থিত ছিলেন,প্যানেল মেয়র ও ৫ নং ওয়ার্ড কাউন্সিল নূর হোসেন, প্যানেল মেয়র ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনিছুর রহমান বাচ্চু,
প্যানেল মেযর ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোশাইদ আল-আমিন সাদ, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মনজুরুল ইসলাম,২ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ রব্বানী ইস্তি, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রশিদ ফকির, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন আল মামুন সরকার, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মনসুর রহমান, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোশাইদ আল-আমিন সাদ,১,২,৩ নং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শামীমা সুলতানা শীতল, ৪,৫,৬ আসনের জেসমিন আক্তার আন্নি ও ৭,৮,৯ নং ওয়ার্ডের শিরিন। আরো উপস্থিত ছিলেন পৌরসভার ভারপ্রাপ্ত হিসাব রক্ষক আমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্তরের ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।