পাঁচবিবির গ্রামীণ সড়ক পাকা করণের উদ্বোধন করলেন এমপি দুদু
- আপডেট সময় : ১০:৩১:২৫ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৪২ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের রাধানগর টেম্পল -ভগবানপুর রেলগেট পর্যন্ত
গ্রামীণ কাঁচা সড়ক পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ২০ সেপ্টেম্বর বুধবার দুপুরে ফলক উন্মোচন করে এ কাজের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পু্রহাট জেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহিদ মন্ডল মুন্না, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, উপজেলা আ,লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মহির উদ্দিন মন্ডল, সাধারন সম্পাদক ও কুসুম্বার চেয়ারম্যান জিহাদ মন্ডল, বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব ও পৌর আ,লীগের সভাপতি এস,কে আব্দুল হক প্রমুখ। শেষে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন অতিথিবৃন্দ সহ এলাকাবাসী।উল্লেখ্য ,গ্রামীণ এ কাঁচা সড়কটির পাকাকরণ কাজের নির্মাণ ব্যায় ধরা হয়েছে প্রায় ১ কোটি টাকা ।