পাঁচবিবির পাট চাষীদের মাঝে বীজ-সার বিতরণ

- আপডেট সময় : ০৯:৩৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ৩৭৩ বার পড়া হয়েছে

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক পাটচাষীদের মাঝে সার ও বীজসহ চাষী কার্ড বিতরণ করা হয়।
সোমবার বিকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে উচ্চ ফলনশীল পাটের বীজ ও রাসায়নিক সার সহ চাষী কার্ড বিতরণ করা হয়। উপজেলা পরিষদ চত্বরে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার ৩’হাজার ক্ষুদ্র ও প্রান্তিক পাটচাষীদের মাঝে এসব বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুল শহিদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ লুৎফর রহমান, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা নাজমুল হক, প্রকৌশলী আব্দুল কাইয়ুম, মহিলাবিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মিছির উদ্দিন মন্ডল, উপজেলা আ,লীগ সম্পাদক ও কুসুম্বার চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল, বালিঘাটার নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, আয়মারসুলপুরের মামুনুর রশিদ মিলটন, মোহাম্মদপুরের এস এম রবিউল আলম চৌধুরী পিন্টু, ধরঞ্জীর আনোয়ারুল হোসেন, বাগজানার মোঃ নাজমুল হক ও আটাপুর ইউপির চেয়ারম্যান আবু চৌধুরী সহ প্রান্তি পাট চাষীগণ।