পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৩৯:৫১ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / ৩২৬ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সভা-২০২৪ আজ শনিবার বেলা ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম সাবু। সাধারণ সম্পাদক উল্লাস কুমার হাজরার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সভাপতি অধ্যাপক সুনীল রায় সাবেক সভাপতি অধ্যাপক আজাদ আলী,সহ- সভাপতি দুলাল অধিকারী, সাবেক সাধারণ সম্পাদক সজল কুমার দাস,সদস্য ড.আজমল হোসেন,সুমন চৌধুরী,শাহ সুলতান আহমেদ, সাখাওয়াত হোসেন, নির্মল রায়,নজরুল ইসলাম, শফিকুল আলম চৌধুরী বিপ্লব, আব্দুল আলিম, শাহজালাল দেওয়ান,আবু হাসান,বাবুল হোসেন, আব্দুল কাইয়ুম,জর্জ চৌধুরী, জহুরুল ইসলাম জুয়েল, দেলোয়ার হোসেন ও দবিরুল ইসলাম প্রমুখ। বক্তারা ২৪-২৫ অর্থবছরের মোট আয়-ব্যয়ের হিসাব,নতুন সদস্য ভর্তি,নির্বাচন কমিশন গঠনসহ বিবিধ বিষয়ে আলোচনা করা হয়।