সংবাদ শিরোনাম ::
পাঁচ দিনের সফরে ঢাকা আসছেন ভুটানের রাজা
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৬:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ৩৩০ বার পড়া হয়েছে
ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক পাঁচ দিনের সফরে ঢাকায় আসছেন। আগামী ২৫ মার্চ এ সফর শুরু করবেন তিনি।
বুধবার (১৩ মার্চ) ভুটানের রাজার বাংলাদেশ সফর সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন ২০২১ এর ধারা ২ এর দফা (ক) তে প্রদত্ত ক্ষমতাবলে ভুটানের রাজাকে আগামী ২৫ থেকে ২৯ মার্চ বাংলাদেশ সফর কালীন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করল।
এর আগে ৯ জুলাই ভুটান থেকে ব্যাংকক যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন জিগমে খেসার নামগেল ওয়াংচুক। সে সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন ভুটানের রাজা।