ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

পাকা হয়না বড় হাটি গ্রামের রাস্তা, ভোগান্তিতে জনগন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩
  • / ৫০০ বার পড়া হয়েছে

ফরহাদ আহমেদ, ইটনা কিশোরগঞ্জ

ইটনা উপজেলার বড় হাটি গ্রামের ১ কিলোমিটার ইট বিছানো রাস্তায় সামান্য বৃষ্টি হলেই বৃষ্টির পানি জমে কাঁদামাটি ও ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। এতে বিভিন্ন সময়ে স্থানীয়দের নানা মুখি ভোগান্তির শিকার হতে হয়।

Nagad

বড় হাটির স্থানী বাসিন্দা  রাকিবুল হাসান সবুজ  ষ্টার নিউজকে জানান, ইটনা উপজেলার প্রান কেন্দ্র হচ্ছে আমাদের এই গ্রাম শুধু তাই নয় অলি আওলিয়াগনের পদ ধুলিতেও মিশে আছে এই বড় হাটি গ্রাম কিন্তুু দুঃখের বিষয় হচ্ছে ইটনা সদরের সব গ্রামের রাস্তা ই পাকা করা হয়েছে কিন্তুু বড় হাটি গ্রামের এই ইট বিছানো রাস্তায় সামান্য বৃষ্টি হলেই কাঁদা মাটির সৃস্টির কারনে স্থানীয়দের যাতায়াত ও অটোরিকশা চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয়।এবং অটোরিকশার দিগুণ ভাড়াও গুনতে হয়। স্থানীয়রা আরও বলেন শুক্রবারে জুমার নামাজ পড়তে পায়ে কাঁদা মেখে অনেক কষ্ট করে মসজিদে যেতে হয়। সরজমিনে আরও জানা যায়,নির্বাচন এলেই সব দলের প্রার্থীরাই বলেন আমি নির্বাচিত হলে এই রাস্তাটি পাকা করে দিব বলে আশ্বাস দেয়,কিন্তুু আজও হল না পাকা রাস্তা। তাই এলাকা বাসির দাবি উপজেলা চেয়ারম্যান জনাব, চৌধুরী কামরুল হাসান সাহেব এবং আমাদের এম, পি, মহোদয় জনাব রেজওয়ান আহমেদ তৌফিক স্যারের যেন আমাদের এই বড় হাটি গ্রামের রাস্তাটি পাকা করে দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাকা হয়না বড় হাটি গ্রামের রাস্তা, ভোগান্তিতে জনগন

আপডেট সময় : ০৯:২৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০২৩

ফরহাদ আহমেদ, ইটনা কিশোরগঞ্জ

ইটনা উপজেলার বড় হাটি গ্রামের ১ কিলোমিটার ইট বিছানো রাস্তায় সামান্য বৃষ্টি হলেই বৃষ্টির পানি জমে কাঁদামাটি ও ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। এতে বিভিন্ন সময়ে স্থানীয়দের নানা মুখি ভোগান্তির শিকার হতে হয়।

Nagad

বড় হাটির স্থানী বাসিন্দা  রাকিবুল হাসান সবুজ  ষ্টার নিউজকে জানান, ইটনা উপজেলার প্রান কেন্দ্র হচ্ছে আমাদের এই গ্রাম শুধু তাই নয় অলি আওলিয়াগনের পদ ধুলিতেও মিশে আছে এই বড় হাটি গ্রাম কিন্তুু দুঃখের বিষয় হচ্ছে ইটনা সদরের সব গ্রামের রাস্তা ই পাকা করা হয়েছে কিন্তুু বড় হাটি গ্রামের এই ইট বিছানো রাস্তায় সামান্য বৃষ্টি হলেই কাঁদা মাটির সৃস্টির কারনে স্থানীয়দের যাতায়াত ও অটোরিকশা চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয়।এবং অটোরিকশার দিগুণ ভাড়াও গুনতে হয়। স্থানীয়রা আরও বলেন শুক্রবারে জুমার নামাজ পড়তে পায়ে কাঁদা মেখে অনেক কষ্ট করে মসজিদে যেতে হয়। সরজমিনে আরও জানা যায়,নির্বাচন এলেই সব দলের প্রার্থীরাই বলেন আমি নির্বাচিত হলে এই রাস্তাটি পাকা করে দিব বলে আশ্বাস দেয়,কিন্তুু আজও হল না পাকা রাস্তা। তাই এলাকা বাসির দাবি উপজেলা চেয়ারম্যান জনাব, চৌধুরী কামরুল হাসান সাহেব এবং আমাদের এম, পি, মহোদয় জনাব রেজওয়ান আহমেদ তৌফিক স্যারের যেন আমাদের এই বড় হাটি গ্রামের রাস্তাটি পাকা করে দেন।