প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে’র বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০২:৫২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / ৮৩৮ বার পড়া হয়েছে
জিল্লুর রহমান সাগর, মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরের প্রতিবন্ধী ও অটিজম বিশেষায়িত বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যাচার ও শিক্ষা ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার মুজদিয়া প্রতিবন্ধী ও অটিজম বিশেষায়িত বিদ্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিশেষায়িত বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সুমন মজুমদার, প্রধান শিক্ষক আমরিনা রাশিদা, সহকারী প্রধান শিক্ষক সুনিতা বিশ্বাস, শিক্ষক মিঠুন কুমার বিশ্বাসসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
প্রতিবাদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষক মোঃ কামরুজ্জামান বলেন, শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিশেষায়িত বিদ্যালয়ের বিরুদ্ধে বেশ কিছুদিন যাবৎ কিছু স্বার্থান্বেষী, কুচক্রিমহল বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচার করে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। এই কুচক্রি মহলটি বিদ্যালয়ের ক্ষতি সাধনের লক্ষ্যে বিভিন্ন সময় নানা ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। আমরা সম্মিলিতভাবে আমাদের বিদ্যালয়টি দীর্ঘদিন যাবৎ সুন্দর ও স্বচ্ছভাবে পরিচালনা করে আসছি। এই স্বার্থন্বেশী কুচক্রি মহলের ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের বিরুদ্ধে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীর অভিভাবকবৃন্দের পক্ষ থেকে আবারো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।