প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ৬৯৪ বার পড়া হয়েছে
রাকিব হাসান ডালিম, হিলি স্থলবন্দর প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশে হত্যার হুমকি প্রতিবাদে দিনাজপুর হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে হাকিমপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে হাকিমপুর উপজেলা আওয়ামীলীগ (অস্থায়ী কার্যালয়ে সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় অফিস প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আঃ রহমান লিটন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ জামিল হোসেন চলন্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহিনুর রেজা শাহিন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আঃ লতিফ মন্ডল,বোয়ালদাড় ইউপির চেয়ারম্যান ছদরুল ইসলাম,আলীহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, কৃষকলীগ ,যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।