প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রতিবাদে সাতক্ষীরা পৌর যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ১০:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / ৩৪৮ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধুর কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশে হত্যার হুমকি প্রতিবাদে সাতক্ষীরা পিএন স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ, জেলা যুবলীগ , পৌর যুবলীগের সকল নেতৃবৃন্দ ও সহযোগি সংগঠনের উদ্যোগে সাতক্ষীরা পিএন স্কুল মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পৌর যুবলীগের আহ্বায়ক মনোয়ার হোসেন অনুর, নেতৃত্বে একইসঙ্গে বিক্ষোভ মিছিল অংশ গ্রহণ করেন ,পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক তুহিনুর রহমান, ইউসুফ সুলতান মিলন, মোঃ শরীফ, রবিউল ইসলাম, ইলিয়াস, জাকির হোসেন, সদর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সোহাগ হোসেন সহ সকল ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন।
পৌর যুবলীগের নেতৃবৃন্দরা বলেন, এদেশের মানুষ আগুন সন্ত্রাসকে সাপোর্ট না দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপন করে নিয়েছেন। রাজশাহী জেলা বিএনপি আবু সাঈদ চাঁদ জননেত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির দিয়েছে তারই প্রতিবাদে আজকে সারা দেশে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। এসব কুচক্রীদের আমরা একটি ম্যাসেজ দিতে চাই ,আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ যতদিন আছে, এদেশের স্বাধীনতা প্রিয় মানুষ যতদিন আছে, ততদিন আমাদের নেত্রী শেখ হাসিনার কোন ক্ষতি করতে পারবে না। তোমরা সর্তক হয়ে যাও।