ফেরদৌসকে ভোটার বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৫:১৭:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ৩৫৬ বার পড়া হয়েছে
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। বর্তমানে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটছে তার।
আগামী ৭ জানুয়ারি দেশজুড়ে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। তাই ফেরদৌসসহ বাকি প্রার্থীরাও শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত। এমন সময় ফেরদৌসকে ভোটার বাড়ানোর নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে এ কথা জানান ফেরদৌস। চিত্রনায়ক বলেন, আমাকে প্রধানমন্ত্রী শুধু একটা কথাই বলেছেন যে ভোটার বাড়াতে হবে। জনগণের কাছে ব্যাপক পরিচিতি থাকায় সবার কাছাকাছি যাওয়ার কথা বলেছেন তিনি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী কয়েকটি জায়গার নাম বলে দিয়েছেন আমাকে। যেমন হাজারিবাগ, মধুবাজার, কলাবাগান, নিউমার্কেট। প্রতিটি জায়গায়ই তিনি চেনেন। এসব এলাকার মানুষের কাছে যেতে বলেছেন।