সংবাদ শিরোনাম ::
ফ্ল্যাটে ঢুকে বৃদ্ধাকে মারধর, রানু হিজড়া গ্রেপ্তার
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৫:৩৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ৩৩৮ বার পড়া হয়েছে
রাজধানীর পশ্চিম রাজাবাজারে ফ্ল্যাটে ঢুকে এক বৃদ্ধাকে মারধর ও টাকা লুটের ঘটনায় রাজিব ওরফে রানু হিজাড়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) আরটিভিতে সংবাদ প্রকাশের পর রাজাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে শেরে বাংলা নগর থানার অফিসার ইনচার্জ মো. আহাদ আলী জানান, আরটিভির সংবাদের মাধ্যমে ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজিব প্রকৃতপক্ষে হিজড়া নয়। হিজড়া সেজে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে বলেও জানান আহাদ আলী।