বগুলা রোছমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৬:১৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
- / ৩১৩ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি ::
সুনামগঞ্জের দোয়ারবাজার উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বগুলা রোছমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) সকাল এগারোটায় প্রভাষক মোঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় ও গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট ছায়াদুর রহমান তালুকদারের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খাঁন, প্রধানবক্তা ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী আপন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুলা রোছমত আলী রামসুন্দর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য জাফর আলী খান, গভর্নিং বডির অভিভাবক সদস্য হাবিবুর রহমান শেখ চান, ইউপি সদস্য ও গভর্নিং বডির সদস্য বুলবুল মিয়া, বিদ্যোৎসাহী সদস্য লিটন খান, সদস্য জাহের মিয়া, ইউনুস আলী, উপস্থিত ছিলেন কলেজ শাখার প্রভাষক লুৎফুর রহমান, হাসমত আলী, জাহাঙ্গীর আলম, স্কুল শাখার সিনিয়র শিক্ষক আহাম্মদ আলী, গভর্নিং বডির মহিলা প্রতিনিধি দিলারা বেগম, আনোয়ার হুসেনসহ স্কুল এবং কলেজ শাখার শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী শিহাব এবং স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি প্রভাষক রেজাউল করিম, প্রভাষক সামসুল হক।
এসময় বক্তারা নবীন শিক্ষার্থীদেরকে জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক শিক্ষায় নিজেদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান।