বঙ্গবন্ধু গোল্ডকাপ এর চ্যাম্পিয়ন বিরামপুর পৌরসভা

- আপডেট সময় : ০৯:৫২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ৩৭৩ বার পড়া হয়েছে

ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব-১৭ বালক) ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনালে কাটলা ইউনিয়নকে ট্রাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিরামপুর পৌরসভা।
বৃহস্পতিবার (১৫ জুন) বিকেল ৫ ঘটিকার সময় বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ২ দিন ব্যাপী ৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার নিয়ে ৮ টিমের নক আউট পর্বে খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিরামপুর পৌরসভার মেয়র আক্কাস আলী, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুরাদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিন মন্ডল, বিরামপুর মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মেসবাউল হক, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল অদোত্ত ঘোষ অপু , উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।আরো উপস্থিতি ছিলেন , বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফ্ফর রহমানসহ পৌরসভার অন্যান্য কাউন্সিলরগন, খেলাপ্রেমী শত শত দর্শকসহ অনেকে।
ফাইনাল খেলায় বিরামপুর পৌরসভাএকাদশের মোকাবেলা করে কাটলা ইউনিয়ন একাদশ। নির্ধারিত সময়ে কোন ফলাফল না হওয়ায় খেলাটি ট্রাইব্রেকারের দিকে গড়ায়।কাটলা ইউনিয়ন একাদশকে ট্রাইব্রেকারে ২ গোলে পরাজিত করে বিরামপুর পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয় । সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করে বিরামপুর পৌরসভা একাদশের জিতু।খেলা পরিচালনা করেন দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ ওবায়দুর রহমান তাকে সহযোগিতা করেন ফয়জার রহমান, ও বিপ্লব তপ্ন,চতুর্থ রেফারি হিসেবে সহযোগিতা করেন মুক্তি মাহমুদ খান ও মাসুম। ফাইনাল খেলাটি সঞ্চালনায় ছিলেন আসাদুজ্জামান আসাদ ।