সংবাদ শিরোনাম ::
বরিশালসহ ১০জেলায় বয়ে যেতে পারে ঝোড়োহাওয়া

নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১১:৫৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
- / ৩৪২ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধিঃ
বরিশালসহ দেশের ১০টি অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় সর্বোচ্চ৬০কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি। বুধবার ৫(জুলাই) বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীন নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা,কুমিল্লা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিন পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়োহাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সর্তক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে মঙ্গলবার (৩জুলাই) রাত পর্যন্ত তার আগের ২৪ঘন্টায় দেশের বৃষ্টিপাত রের্কড করা হয়েছে ডিমলায় ৮৩ মিলিমিটার। এ সময়ে ঢাকায় কোন বৃষ্টি হয়নি।