বরিশালের হিজলায় ৬ ডাকাত সদস্য গ্রেফতার

- আপডেট সময় : ০৯:২৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩
- / ৩৩১ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান সুমন
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলায় ৬ ডাকাত সদস্য গ্রেফতার খবর পাওয়া গেছে।
৩ সেপ্টেম্বর রাত আনুমানিক ২ টার সময় হিজলা থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে হিজলা থানাধীন ৪ নং বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া ঘাট এলাকা সংলগ্ন মেঘনা নদীতে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতিকালে হিজলা থানা পুলিশের একটি চৌকশ দল হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজিরহাট থানার কুখ্যাত ডাকাত সর্দার ও ১২ টি মামলার আসামী রুহুল আমিন কদাসহ ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে হিজলা থানার সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়।গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে হিজলা থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, চুরি, মারামারি, অস্ত্র আইন, বিস্ফোরক আইনে মামলার তথ্য পাওয়া য়ায়।
এদিকে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে।