বরিশালে ছদ্মবেশে আসামী গ্রেফতার করলো পুলিশ
- আপডেট সময় : ০৮:০৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩
- / ৩৫৮ বার পড়া হয়েছে
মোঃ মশিউর রহমান সুমন, মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জে একাধিক মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া রেজভী হোসেন রানাকে এবার ছদ্মবেশে গ্রেফতার করলো পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত মামলার পলাতক এই আসামী শনিবার রাত সাড়ে ১০টায় নগরীর ত্রিশ গোডাউন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
জানা যায়, বাবুগঞ্জে দোয়ারিকা গ্রামের রানা ব্রিকসের সর্বাধিকারী রেজভী আহম্মেদ রানার বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাধের ঘটনায় আদালতে মামলা রয়েছে এবং একাধিক মামলায় জেল খেটেছেন।দীর্ঘদিন পলাতক ছিলো সুচতুর এই রানা। রানাকে গ্রেফতার করতে ছদ্মবেশে বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করে পুলিশ। অবশেষে পুলিশের তৎপরতায় গ্রেফতার হয় রানা।
এয়ারপোর্ট থানার ওসি(তদন্ত) লোকমান হোসেন জানান, দীর্ঘদিন পলাতক রানাকে গ্রেফতার করতে আমরা অনেক দিন চেষ্টা চালিয়েছি। সর্বশেষ নগরীর ত্রিশ গোডাউন এলাকা থেকে রানাকে গ্রেফতার করা হয়।তার নামে পাঁচটি সাজা এবং কয়েকটি মামলার ওয়ারেন্ট রয়েছে।
উল্লেখ্য আগাম ইট বিক্রি করে ক্রেতাদের সাথে প্রতারনা করার পরে একাধিক ক্রেতারা গত বছর টাকা ফেরতের দাবীতে রানার বাড়িতে অবস্থান নিলে রানার পরিবারের নারী সদস্যরা ক্রেতাদের লাঞ্চিত করার পাশাপাশি বিভিন্ন ভাবে হুমকি প্রদান করছেন বলেও অভিযোগ রয়েছে।
বিষয়টি উপস্থিত গণমাধ্যমকর্মীরা ক্যামেরাবন্ধী করার চেষ্টা করলে তাদের উপরও হামলার চেষ্টা ওই নারীরা।