বরিশালে ঝড়ে গাছ পড়ে বৃদ্ধের মৃত্যু, নদীতে লঞ্চ ডুবি

- আপডেট সময় : ০৯:৪৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ৩৮৪ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান সুমন, বরিশাল (মেহেন্দীগঞ্জ) প্রতিনিধিঃ
বরিশালের উপর দিয়ে বয়ে যাওয়া আকস্মিক ঝড়ে গাছ পড়ে এক বৃদ্ধের মৃত্যু ও এক জেলে নিখোঁজ রয়েছেন। এছাড়াও একটি যাত্রীবাহী লঞ্চের পেছনের অংশ ডুবে গেছে।
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, আজ ভোর ৬টা ৫৫মিনিট থেকে ৭টা ১০মিনিট পর্যন্ত দমকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি হয়।
এসময় একাধিক বজ্রপাত হয়। উত্তর- পশ্চিম দিক থেকে আসা ঝড়ো বাতাসের গতিবেগ ছিলো ঘন্টায় ৪৬ কিলোমিটার।বাতাস থেমে গেলে ৮টা পর্যন্ত ২৯ দশমিক ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
আকস্মিক বাতাসে সদর উপজেলার চর বাড়ীয়া ইউনিয়নের রাঢ়ীমহল গ্রামে গাছ উপড়ে রজিত বিহারি (৭৫) নামের এক বৃদ্ব মারা গেছেন। এ তথ্য নিশ্চিত করেন, চরবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ। তিনি জানান, রজিত বিহারি স্ত্রী সন্তানসহ ঘুমিয়ে ছিলেন। ঝড়ে ঘরের পাশে থাকা চাম্বল গাছ উপড়ে পড়ায় আঘাত পেয়ে মারা যান তিনি।তবে তার স্ত্রী ও দুই সন্তান জীবিত আছেন।
একই সময়ে হিজলা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে জেলে নৌকা ডুবে নিখোঁজ রয়েছেন মাসুদ রাঢ়ী (১৮) নামের এক যুবক। তিনি উপজেলার চরকিল্লা গ্রামের কালাম রাঢ়ীর ছেলে। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইউছুব মিয়া বলেন, বাবা ও ছেলে একই নৌকায় মাছ ধরছিলেন। আজ সকালে আকস্মিক ঝড়ে নৌকাটি ডুবে যায়। অন্য জেলেদের সহায়তায় কালাম উদ্বার হলেও মাসুদ নিখোঁজ হন। বিকেল ৫টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
অপর দিকে ঝড়ে যাত্রীবাহী লঞ্চ এম ভি ইনজাম কাজীরহাট থানার লতানদী নামক লঞ্চঘাট এলাকায় আংশিক ডুবে যায়। এর আগেই যাত্রীরা লঞ্চ থেকে নেমে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
দৃর্ঘটনা কবলিত লঞ্চের সুকানি মোঃ নিজাম উদ্দিন বলেন, লঞ্চটি কাজীরহাট ভঙ্গা লঞ্চঘাট পৌছালে যাত্রী তুলছিলাম। হঠাৎ বৃষ্টি ও ঝড় শুরু হলে সকাল ৭টার দিকে লঞ্চটিকে চালু অবস্থায় পেছনের দিকে নেওয়ার চেষ্টা করি। কিন্তু ঝড়ের তান্ডবে লঞ্চের পেছনের অংশ লতা নদীতে ডুবে যায়। দ্রুত যাত্রীরা তীরে উঠেছেন।
এমভি ইনজাম লঞ্চে ১৫থেকে ১৭জন যাত্রী ছিলেন বলে জানান সুকানি নিজাম। তিনি বলেন, যাত্রীদের মধ্যে একজন গর্ভবতী মহিলা ও শিশু ছিল। সবাই নিরাপদে তীরে উঠেছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কতৃপক্ষ (বি আই ডব্লিউ টি এ) বরিশালের পরিদর্শক কবির হোসেন জানান, এমভি ইনজাম বরিশালে আসছিলো। ঝড়ে পেছন দিয়ে লঞ্চটি কাত হয়ে পড়ে।