বরিশালে পৃথক অভিযানে গাঁজাসহ ২ জন আটক
- আপডেট সময় : ০৬:৪৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ৩৮৫ বার পড়া হয়েছে
বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল নগরীর গড়িয়ারপাড় এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৬কেজি গাঁজাসহ ২জনকে আটক করেছে পুলিশ।এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।
বৃহস্পতিবার বিএমপির মিডিয়া সেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।গত বুধবার সন্ধ্যায় নগরীর ৩০নম্বর ওয়ার্ডের গড়িয়ারপাড় গোল চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে ৩কেজি গাঁজাসহ তসলিম গাজী (৩২)ব্যক্তিকে আটক করে বিমানবন্দর থানা পুলিশ।আটক তসলিম গাজী পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামের বাসিন্দা।
এদিকে একই দিন সন্ধ্যায় বিমানবন্দর থানার আরেকটি টিম ৩০নম্বর ওয়ার্ডের গড়িয়ারপাড় সংলগ্ন কলাডেমা এলাকায় অভিযান চালিয়ে ৩কেজি গাঁজাসহ মোঃ সামীম হোসেন নামের এক ব্যক্তিকে আটক করে। আটক সামীম পটুয়াখালী গলাচিপা উপজেলার বড়গাবুয়া এলাকার বাসিন্দা।
পৃথক অভিযানে ৬কেজি গাঁজাসহ ২জনকে আটকের ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।