বরিশালে বিএম কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

- আপডেট সময় : ১২:০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ৩৪৯ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান সুমন, মেহেন্দিগঞ্জ, (বরিশাল)প্রতিনিধিঃ
বরিশাল নগরীর প্রফেসর গলিতে বিএম কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ৫ যুবকসহ ৬জনের বিরুদ্ধে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ভুক্তভোগী ছাত্রী।
বুধবার (২১জুন) রাতে অভিযোগের দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আনোয়ার হোসেন।
অভিযুক্তরা হলেন- বরিশাল বিএম কলেজের দর্শন বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র ইমজাম হোসাইন, বিএম কলেজের ৪র্থ বর্ষের ছাত্রী ফারজানা,নগরীর ২০ওয়ার্ডের তালভিটা গলির সাবু শরীফের ছেলে সৌখিন শরীফ, রেজাউল করিম লতিফের ছেলে মাইদুল ইসলাম শুভ, একই ওয়ার্ডের ইফতেখার রিফাত ও সুশীল হালদারের ছেলে সবুজ হালদার।
অভিযোগে ওই ছাত্রী উল্লেখ করেন, তিনি বরিশাল বিএম কলেজের দর্শন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। অভিযুক্ত ইনজাম হোসাইন একসাথে পড়াশোনার কারনে তাদের মধ্যে পরিচয়। পরবর্তীতে প্রেমের সম্পর্ক তৈরি হয়। পরে ইনজাম হোসাইনের আচার আচরন খারাপ মনে হলে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় ওই ছাত্রী।
এরই ধারাবাহিকতায় একই কলেজের শিক্ষার্থী ফারজানা ওই ছাত্রীকে গত ১৮জুন বেলা পৌনে ১টায় প্রফেসর গলিতে ডেকে বিয়ে যায়। সেখানে ইনজাম হোসাইনসহ অন্যান্য অভিযুক্তরা আগে থেকেই উপস্থিত ছিলেন।
এসময় ইনজাম হোসাইন ওই ছাত্রীকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে ফারজানার সহায়তায় অন্য অভিযুক্তরা ওই ছাত্রীর জামাকাপড় ওড়না টানাটানি করে এবং লজ্জাস্থানে হাত দেয়। পরে ওই ছাত্রীর ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় ৬জনকে আসামী করে কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রী ।
কোতয়ালী মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।