বরিশালে ৫০০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচ
- আপডেট সময় : ০৮:২৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / ৪২০ বার পড়া হয়েছে
মোঃ মশিউর রহমান সুমন, মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালে কাঁচামরিচ পাইকারী বাজারে ৩০০থেকে ৩২০টাকা কেজি দরে বিক্রি হলেও খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৪৫০থেকে ৫০০টাকা। দু-তিনদিন ধরে কাঁচামরিচ এমন মূল্যবৃদ্বি পেয়েছে বলে জানান খুচরা বিক্রেতারা। এছাড়া অন্য সবজি গত সপ্তাহ থেকে একই দরে বিক্রি হচ্ছে বলে জানান বিক্রেতারা।
তবে খুচরা বাজারে কাঁচামরিচের এমন মূল্যবৃদ্বির বিষয়ে কিছুই জানেন না বরিশাল নগরীর একমাত্র পাইকারী কাঁচামালের বাজার বরিশাল বহুমুখী সিটি মার্কেটের ব্যবসায়ীরা।
বহুমুখী সিটি মার্কেটের দুলাল বানিজ্যালয়ের মালিক আমিন শুভ ষ্টার নিউজ টুয়েন্টি ফোর কে জানান, তারা দুদিন ধরেই কাঁচামরিচ ৩০০থেকে ৩২০টাকা দরে বিক্রি করছেন।এর আগে গত সপ্তাহে ২০০থেকে ২৫০টাকা দরে বিক্রি হয়েছে। সেই কাঁচামরিচ খুচরা বাজারে ব্যবসায়ীরা ৪৫০থেকে ৫০০টাকা বিক্রি করছেন।
নগরীর বাংলাবাজার বাজার করতে আসা হাবিবুর রহমান বলেন, গত কয়েকদিন আগে কাঁচামরিচ কিনেছি ৩০০টাকায়। এখন সেই মরিচ কিনছি ৪৮০টাকা করে।দাম বাড়লেও নিত্য প্রয়োজনীয় জিনিস না কিনেতো উপায় নেই। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরদারি প্রয়োজন।
আরেক ক্রেতা মনির হোসেন বলেন, পাইকারী বাজারে খোঁজ নিয়ে জেনেছি কাঁচামরিচ ৩০০টাকায় বিক্রি হচ্ছে। অথচ সেই কাঁচামরিচ বাজার ভেদে ৪৮০টাকা থেকে ৫০০টাকায় বিক্রি হচ্ছে। সংশ্লিষ্ট কতৃপক্ষের নজরদারি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমত দাম নিচ্ছে।
তবে আগামীকালের মধ্যে মরিচের দাম কমবে বলে জানান, বহুমুখী সিটি মার্কেটের ব্যবসায়ী দুলাল বানিজ্যালয়ের আমিন শুভ।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ -পরিচালক অপূর্ব অধিকারী বলেন, কেউ যদি অযথা মূল্যবৃদ্বি করে তার বিরুদ্ধে জরিমানা করা সহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তাছাড়া নিত্য প্রয়োজনীয় পন্যের বিষয়ে বাজার তদারকিমূলক অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে।