ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে কিশোর চালক’কে হত্যা করে অটোরিক্সাসা ছিনতাই

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
  • / ৩৬১ বার পড়া হয়েছে

মো খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে মো আশিক(১৬) নামে অটো-রিকসা চালক কে হত্যা করে লাশ পুকুরে ফেলে অটো-রিকসা নিয়ে পালিয়ে যায়।

শনিবার(২০ জানুয়ারী) বেলা ১১টায় উপজেলার ফরদাবাদ ইউপির গাওরাটুলি কবরস্থানের পাশের পুকুর থেকে আশিকের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত মো. আশিক (১৬) একই উপজেলার কলাকান্দি এলাকার আবদুল মিয়া ওরফে আফজালে ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পরিবারের কর্তা আফজাল মিয়া অসুস্থ্য কর্মঅক্ষম। তাই সংসারের অভাব অনটনের কারণেই এত অল্প বয়সে অটো-রিকসা চালিয়ে সংসারের হাল ধরে নিহত আশিক।

প্রতিদিনের মত গতকাল শুক্রবার অটোগাড়ি নিয়ে বের হয় আশিক। সন্ধ্যার কোন এক সময়ে যাত্রীবেশি ২ জন মহিলা ও ১ জন পুরুষ এসে চরলহনীয়া থেকে বাড়ায় নিয়ে যায় আশিককে। এরপর থেকেই গাড়িসহ নিখোঁজ হয়, সারা রাত খুঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি আশিকের পরিবার।

আজ শনিবার (২০ জানুয়ারি) সকালে গাওরাটুলি গ্রামের কবরস্থান সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় আশিকের লাশ দেখতে পায় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্য সহ থানা পুলিশ আশিকের মরদেহ উদ্ধার করে। এসময় কাপড় দিয়ে আশিকের দুটি হাত বাধা অবস্থায় দেখা যায়।
নিহতের বাবা আফজাল মিয়া বলেন, আমার ছেলে কে যারা হত্যা করেছে। তাদের কে আইনে আওতায় এনে ফাঁসিতে ঝুলানো হক।

ঘটনাস্থলে নিহত আশিকের বাবা,মা সহ পরিবারের লোকজনের আহাজারি আর কান্নায় ভারি হয়ে উঠে পরিবেশ। উপস্থিত জনতার চোখেও জল আর আহাজারি। শিশু আশিককে নৃশংসভাবে হত্যা করে তার অটোগাড়িটি নিয়ে যাওয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের জোর দাবী জানান এলাকাবাসী।

বাঞ্ছারামপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিউদ্দিন বলেন,সত্য উদঘাটন করার জন্য আমাদের পুলিশের টিম কাজ করছে।লাশ ময়নাতদন্তেট জন্য মর্গে পাঠানো হয়েছে। অতি শীঘ্রই রহস্য উদঘাটন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাঞ্ছারামপুরে কিশোর চালক’কে হত্যা করে অটোরিক্সাসা ছিনতাই

আপডেট সময় : ০৮:১৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪

মো খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে মো আশিক(১৬) নামে অটো-রিকসা চালক কে হত্যা করে লাশ পুকুরে ফেলে অটো-রিকসা নিয়ে পালিয়ে যায়।

শনিবার(২০ জানুয়ারী) বেলা ১১টায় উপজেলার ফরদাবাদ ইউপির গাওরাটুলি কবরস্থানের পাশের পুকুর থেকে আশিকের লাশ উদ্ধার করে পুলিশ। মৃত মো. আশিক (১৬) একই উপজেলার কলাকান্দি এলাকার আবদুল মিয়া ওরফে আফজালে ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, পরিবারের কর্তা আফজাল মিয়া অসুস্থ্য কর্মঅক্ষম। তাই সংসারের অভাব অনটনের কারণেই এত অল্প বয়সে অটো-রিকসা চালিয়ে সংসারের হাল ধরে নিহত আশিক।

প্রতিদিনের মত গতকাল শুক্রবার অটোগাড়ি নিয়ে বের হয় আশিক। সন্ধ্যার কোন এক সময়ে যাত্রীবেশি ২ জন মহিলা ও ১ জন পুরুষ এসে চরলহনীয়া থেকে বাড়ায় নিয়ে যায় আশিককে। এরপর থেকেই গাড়িসহ নিখোঁজ হয়, সারা রাত খুঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি আশিকের পরিবার।

আজ শনিবার (২০ জানুয়ারি) সকালে গাওরাটুলি গ্রামের কবরস্থান সংলগ্ন পুকুরে ভাসমান অবস্থায় আশিকের লাশ দেখতে পায় লোকজন। খবর পেয়ে পরিবারের সদস্য সহ থানা পুলিশ আশিকের মরদেহ উদ্ধার করে। এসময় কাপড় দিয়ে আশিকের দুটি হাত বাধা অবস্থায় দেখা যায়।
নিহতের বাবা আফজাল মিয়া বলেন, আমার ছেলে কে যারা হত্যা করেছে। তাদের কে আইনে আওতায় এনে ফাঁসিতে ঝুলানো হক।

ঘটনাস্থলে নিহত আশিকের বাবা,মা সহ পরিবারের লোকজনের আহাজারি আর কান্নায় ভারি হয়ে উঠে পরিবেশ। উপস্থিত জনতার চোখেও জল আর আহাজারি। শিশু আশিককে নৃশংসভাবে হত্যা করে তার অটোগাড়িটি নিয়ে যাওয়া হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের জোর দাবী জানান এলাকাবাসী।

বাঞ্ছারামপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিউদ্দিন বলেন,সত্য উদঘাটন করার জন্য আমাদের পুলিশের টিম কাজ করছে।লাশ ময়নাতদন্তেট জন্য মর্গে পাঠানো হয়েছে। অতি শীঘ্রই রহস্য উদঘাটন হবে।