বিএনপির সমাবেশে হৃদরোগে একজনের মৃত্যু
- আপডেট সময় : ০৩:০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
- / ৩৮৩ বার পড়া হয়েছে
রাজধানীতে বিএনপির মহাসমাবেশে হৃদরোগে আক্রান্ত হয়ে মাহমুদুর রহমান মাহমুদ (৪৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য ছিলেন।
শুক্রবার (২৮ জুলাই) দুপুরে পল্টনে মিছিলরত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, মিছিল নিয়ে নয়াপল্টনে যাওয়ার সময় সামনের সারিতে থাকা মাহমুদ অসুস্থ হয়ে পড়েন। নেতাকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, যুগপৎ ধারায় ঘোষিত এক দফা- প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করেছে বিএনপি। দলটির মহাসমাবেশ ও যুগপৎ আন্দোলন-সংগ্রামে শরিক দলগুলোর সমর্থন রয়েছে।
সকাল থেকেই মহাসমাবেশেকে কেন্দ্র করে দলের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন নয়াপল্টন ও এর আশপাশের এলাকায়। এ সময় নেতাকর্মীদের সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।
সারাদেশ থেকে নয়াপল্টনে আসা বিএনপি নেতাকর্মীরা বলেন, গতকাল রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। আসতে কষ্ট হলেও মহাসমাবেশে এসে খুবই ভালো লাগছে। গতকাল রাতেই বের হয়ে এসেছি, সরকারের পতন ছাড়া ঘরে ফিরব না।
তারা আরও বলেন, সরকার স্বৈরাচারের রূপ ধারণ করেছে। এই সরকার আর জনগণের সরকার নয়। তাই বিএনপি সরকার পতনের যে কর্মসূচি দিয়েছে, এর শেষ না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব। সরকারের পতন এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়েই আমরা ঘরে ফিরব।